জাতীয় শোক দিবসে শ্রদ্ধা ভালবাসায় বঙ্গবন্ধু কে স্মরণ করেছে রাঙ্গামাটিবাসী

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা রাঙ্গামাটি প্রতিনিধিঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা ভালবাসায় বঙ্গবন্ধু কে স্মরণ করছে রাঙ্গামাটিবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮ টা সময় স্বাস্থ্য বিধি মেনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সকল সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পন্তবক অর্পন করেন।

এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা সাংসদ সদস্য দীপংকর তালুকদারসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তবে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা সরকারি – বেসরকারি স্ব- স্ব প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিধি মেনে ভার্চুয়াল ( জুম- আ্যাপ)র মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশে করোনা মহামারি পরিস্থিতিতে ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে বলে জানা যায়।
তবে সরকার থেকে বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করতে হবে।

এছাড়াও, দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনের জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।