আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাইয়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা ।
বুধবার (১১ আগষ্ট ) সকাল সাড়ে ১১ টা সময় সামাজিক দূরত্ব বজায় রেখে দিন মজুর, শ্রমিক, কৃষক , বিধবা মহিলা, প্রতিবন্ধী, বিভিন্ন পেশাজীবি মানুষকে এই সহায়তা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চিৎমরম চেয়ারম্যান খ্যাইসাঅং মারমা, মহিলা মেম্বার সদস্যগণ জনপ্রতিনিধি,
সমাজ সেবক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেসময়১৩১ জনকে নগদ অর্থ সহায়তায় এবং ১০০ জনকে চাল বিতরণ সর্বোচ্চ ২৩১ জনকে প্রধানমন্ত্রী উপহার তুলে দেয়া হয়।
এছাড়াও চিৎমরম চেয়ারম্যান আরো বলেন,শুধু চিৎমরম নয় সারা দেশে অলিতে গলিতে বিভিন্ন এলাকার মানুষ ৩৩৩ নম্বরে ফোন করে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী খাদ্য সহায়তা পেয়েছেন। ত্রিপল থ্রি’তে ফোন করার পরে মধ্যবিত্তসহ বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকে, তাই ত্রিপল থ্রি’র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।