কাপ্তাই হ্রদে মাছ না ধরার নিষেধাজ্ঞা সময়সীমা বাড়ল দ্বিতীয় দফায়

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দ্বিতীয় দফায় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (৯ আগস্ট) রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় মৎস্য গবেষণা ইন্সটিটিউট, মৎস্য অফিস, নৌ-পুলিশ, বিএফডিসি, মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম আমার বাংলা টিভি কে জানিয়েছেন, হ্রদের পানি ১’শত এমএসএল উপরে থাকার কথা থাকলেও বর্তমানে আছে ৮৮ এমএসএল। এই সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে হ্রদের সব পোনা ও ছোট মাছ জেলেদের জালে ধরা পড়বে, মাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না। পানির সংকট কারণে ২০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বেড়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হ্রদের পানি ১’শত এমএলএস উপর হলেই ২০ আগস্ট মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। যদি তা না হয়, তবে আমরা তৃতীয় দফায় আরও ১০ দিন নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

নিষেধাজ্ঞার চলতি মেয়াদ ১০ আগষ্টের পরিবর্তে ২০ আগষ্ট নিধারণ করা হয়েছে। হ্রদের পর্যাপ্ত পানি না থাকার কারণে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ার এ সিন্ধান্ত নিয়েছে প্রশাসনিক সংশ্লিষ্ট কতৃপক্ষ।

প্রতিবছর তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। চলতি বছর বৃষ্টি কম হওয়ায় হ্রদের পানির পরিমাণ কমে যায়। প্রথম দফায় চলা নিষেধাজ্ঞা ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছিলো। কিন্তু হ্রদের পানি না বাড়ায় দ্বিতীয় দফায় আবারও ১০ দিন চলমান নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের তিন মাসের জন্য সব ধরণের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ১ মে মধ্যরাত হতে কার্যকর হয়।হ্রদের কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর বর্ষা মৌসুমে তিন মাস মা মাছ শিকার বন্ধ রাখা হয়।