কাপ্তাইয়ে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ১
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন রেশন বাগান এলাকা থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। বিষয়টি আমার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দিন।
তিনি আরোও জানান, গত বুধবার (১১ আগষ্ট) গোপন সংবাদের রাত সাড়ে ১০ টা সময় চন্দ্রঘোনা ইউনিয়ন রেশম বাগান এলাকায় অভিযান করে ১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।সেসময় তার কাছ থেকে পাওয়া যায় ১৩ পিচ ইয়াবা।
আটককৃত আসামীর নাম মোহাম্মদ আবসার (২৮) সে রাঙ্গুনীয়া উপজেলা কদমতলী ইউনিয়নের মৃত আমির আমজার ছেলে।
উদ্ধার ইয়াবার ঘটনায় আটক ১ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: 79