লায়ন্স ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জ ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জ ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করছেন ক্লাব প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ নেতৃবৃন্দরা। 

আমার বাংলা টিভি ডেস্কঃ ক‌রোনা প‌রি‌স্থি‌তির পূণরায় অবন‌তি‌তে গভীর উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং খাতুন গঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডাঃ নারায়ণ চন্দ্র নাথ। শনিবার দুপুরে তি‌নি নগরীর হালিশহর, বড় পোল, রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল, সিঙ্গাপুর মার্কেট এলাকা প‌রিদর্শনে যান এবং স্বাস্থ্য বি‌ধি মে‌নে চলার জন্য জনগণ‌কে উদ্বুদ্ধ ক‌রেন। এসময় তি‌নি পথচারী ও দোকানদার ‌দের মা‌ঝে এক হাজার (১০০০) পিস মাস্ক বিতরন ক‌রেন।

তি‌নি ব‌লেন, সৃষ্টি কর্তার রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার স‌ঠিক পদ‌ক্ষেপ ও দিক নি‌র্দেশনায় আমরা অন্যান্য দে‌শের তুলনায় অ‌নেকটা সফলভা‌বে ক‌রোনা মহামারীর প্রথম ঢেউ সাম‌লে‌ছি। ক‌রোনার দ্বিতীয় ঢেউ সামলা‌তেও আমা‌দের‌কে সরকারী নি‌র্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভা‌বে অনুসরন কর‌তে হ‌বে। দু‌র্যো‌গে দু‌র্দি‌নে আ‌মি এবং আমার ক্লাব সব সময় নগরবাসীর পা‌শে ছিলাম, আ‌ছি এবং আজীবন থাকব।

বিনামূল্যে মাস্ক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন,  ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডাঃ নারায়ণ চন্দ্র নাথ, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ মাহবুব আলম ও সিনিয়র লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ, সহযোগিতায় ছিলেন রয়েল চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সিনিয়র ও জুনিয়র স্টাপ সদস্য বৃন্দ। www.amarbangla.tv