মারমা লুম্যু টিভির সাংস্কৃতিক প্রতিযোগিতা ফলাফল প্রকাশ সম্পন্ন

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): যায় দিন ক্লান্তিহীন, খুঁজি ক্লান্তির ঠিকানা এই অনামিশায়, চলিল পথ দুর বহুদুর…. স্বমহিমায় এগিয়ে যাওয়া “স্বদেশ আবৃত্তি সংগঠন”র বয়স কতইবা! এখনও শিশু বলা চলে, এরই মাঝে নানান ব্যতিক্রমী আয়োজনে মারমা লুম্যু টিভি কতৃপক্ষ নজর কেড়েছে মারমা সংস্কৃতি প্রেমিদের।

গত ১ জুলাই চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা সাংস্কৃতি শিল্পীরা অংশগ্রহণ করেছেন পনেরো (জুলাই) পর্যন্ত । দীর্ঘ সময়ের অতিক্রান্তের পর আজ ৩ আগষ্ট মারমা নাচও গানের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সেসময় মারমা লুম্যু টিভি কতৃক আয়োজনের মারমা নাচ ও গানের বিখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন। গানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মংসাথোয়াই চৌধুরী, শিল্পী মেনিপ্রু মারমা, শিল্পী ইথিং মারমা। নাচের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পী চথুইপ্রু মারমা, শিল্পী কিরিউ মারমা তাদের ভারচুয়াল পোগ্রাম উপস্থিতিতে নাচও গানের ফলাফল প্রকাশ করা হয়। স্বদেশের আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে মারমা লুম্যু টিভি মাধ্যমে জানানো হয়।

মারমা সাংস্কৃতিক প্রতিযোগিতা ফলাফল।

নৃত্য বিভাক (ক)
(১) প্রথম স্থান বিজয়ী হয়েছেন,প্রতিযোগিতা নাম উথিনু মারমা (খাগড়াছড়ি) (২) ২য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতা নাম উনিলা/ মেসাইনু মারমা (খাগড়াছড়ি) (৩) ৩য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতা নাম সান্দাউ মারমা (রাঙ্গামাটি)

নৃত্য বিভাগ (খ)
(১) প্রথম স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম উহলাহী মারমা (বান্দরবান) (২) ২য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম উহলায়ী মারমা (বান্দরবান) (৩) তয় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম ম্যামাচিং মারমা (খাগড়াছড়ি)

গান বিভাগ (ক),
(১) প্রথম স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম সাইন সাইন হ্লা মারমা (বান্দরবান)
(২) ২য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম উমেসাই মারমা (বান্দরবান)
(৩) ৩য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম খ্যোইনুপ্রু মারমা (খাগড়াছড়ি )

গান বিভাগ (খ)
(১) প্রথম স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম
মাসোয়ো ওয়ং মারমা (বান্দরবান)
(২) ২য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম মা অং নুং মারমা (রাঙ্গামাটি)
(৩) ৩য় স্থান বিজয়ী হয়েছেন প্রতিযোগিতার নাম মাওয়ংশ্যেই মারমা (খাগড়াছড়ি)

বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা উপজেলাসহ দেশের আনাচে- কানাচে ছড়িয়ে থাকা মারমা সম্প্রদায়ের মধ্যে থেকে গানে ১১৮ জন ও নৃত্যে ২৩৬ জন সর্বমোট ৩৫৪ জন সাংস্কৃতিক প্রেমী শিল্পানুরাগী প্রতিভাবান ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ ছিল, উক্ত আয়োজনে মারমা লুম্যু টিভি বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।