নিস্পাপ অটিজম অভিভাবক এর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন ডা: বাসনা মুহুরী

 

আমার বাংলা টিভি ডেস্কঃ নিস্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত সমন্বিত স্কুলের (১ং ওয়াড’,নন্দিরহাট) ৩০ জন অভিভাবক এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অনুস্টানে বক্তব্য রাখছেন নিস্পাপ সভাপতি অধ্যাপক ডা: বাসনা মুহুরী, প্রাক্তন সভাপতি এম নাসিরুল হক, আজীবন সদস্য লায়ন তপন কান্তি দত্ত, স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবতী, অধ্যাপক টিংকু চৌধুরী প্রমুখ।

অনুস্টানে সেবাশ্রম নিবাসী নিস্পাপ সমন্বিত স্কুলের ছাত্র দের জন্য নিস্পাপ পরিবার হতে ১০০কেজি চাউল অনুদান হিসাবে প্রদান করা হয়। www.amarbangla.tv