জিয়াউর রহমান এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

 

আমার বাংলা টিভি ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জননেতা জনাব জামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এতিমখানায় ও অসহায় হত-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক জনাব এম এ রহিম, সাবেক দপ্তর সম্পাদক জনাব ইলিয়াস আলী, আহমদুল হক সিকদার, জহিরুল ইসলাম বাবুল, আব্দুল রহিম মেম্বার, মোহাম্মদ মোস্তফা, এম এ রহিম, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মহিউদ্দিন, সোহেল রানা সওদাগর।

সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবদল নেতা নেজাম উদ্দীন, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, জিয়াউর রহমান, মোহাম্মদ সাজ্জাদ, নেজাম উদ্দীন খোকন, নাছির উদ্দীন, মামুনুর রশীদ।

সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সাকিল, সাইমুম খান হৃদয়, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোস্তাফিজুর রহমান মিন্টু, নেজাম উদ্দীন।

সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজুর রহমান,মোহাম্মদ তারেক, ফয়সাল, জিসান, সাকিল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম অাহবায়ক মোহাম্মদ কামাল সহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কাউকে হত্যা বা ক্যু করে ক্ষমতায় আসীন হননি। জনগণের আহবানে দেশ ও জাতিকে পথ দেখানোর জন্য তিনি ক্ষমতা গ্রহণ করেছেন। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। জিয়াউর রহমান সে একনায়কতন্ত্র তথা বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় ক্ষমতায়নের প্রবর্তন করেছেন। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ৫টি মৌলিক ইস্যুকে ধংস করে দিয়েছে। বিএনপি তা ফিরিয়ে দিয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে বিএনপি সেখানে সফল হয়েছে।

আরো বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক ও উন্নত রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তাঁর শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। কৃষি থেকে শুরু করে রেমিটেন্সসহ অর্থনীতির চাকা সচল হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। মহান মুক্তিযুদ্ধে যেভাবে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। তাঁর ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পারতো। কিন্তু দেশি ও বিদেশী ষড়যন্ত্রকারীদের কারণে তিনি তা করতে পারেনি।

সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।