কাপ্তাইয়ে বাইতুল ইলাহ শাহী জামে মসজিদ ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি

 

কাপ্তাইয়ে ৫০ লাখ টাকা ব্যায় নব -নির্মিত মসজিদ ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন উদ্ভোদন করছেন  দীপংকর তালুকদার- এমপি।

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)  : রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের নব-নির্মিত ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)

২০ মে বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার সময় ৫০ লাখ টাকা ব্যায় সাকুল্যে এই মসজিদে নব-নির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক ভাবে ভিক্তি প্রস্থর স্থাপন করলেন দীপংকর তালুকদার – এমপি  ।

এই সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই আঃলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, মসজিদ কমিটির পরিচালনা সভাপতি আব্দুল আলীম কালাম, সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম আজমির, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, বিউবো কাপ্তাই সিভিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমনসহ নেত্রী স্থানীয় ব্যাক্তিবর্গ।