মানবতার দৃষ্টান্ত হতে পারে কাপ্তাই চন্দ্রঘোনার ইউপি চেয়ারম্যান- বেবী

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই রাঙ্গামাটিঃ কাপ্তাই উপজেলার দৃৃৃষ্টান্ত হতে পারে মানবতার জনপ্রতিনিধি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। করোনা ভাইরাস সংক্রমণ কালীন সময়ে নিন্ম আয়ের অধিকাংশ মানুষ অভাব-অনটনে থাকা অবস্থায় এবং ঈদের পুর্ব মুহুর্তের দিন গুলোতেও এলাকার অসহায় গরিব দুখী মানুষের মাঝে আর্থিক সাহায্য সহযোগিতার পাশাপাশি ঈদসামগ্রী বিতরন কাজও থেমে নেই আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী কর্তৃক মানবতার সেবা।

করোনার কারণে দৈনিক কাজ অথবা অন্যের বাড়িতে কাজ করা বন্ধ হয়ে যাওয়ায় মানবতার জীবনযাপন করছেন অনেকেই বিষয়টি অন্যের মাধ্যমে অভাবের কথা জানালে সরকারের দান অনুদানের পাশাপাশি নিজ তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িযে দেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান।

নাম প্রকাশ না করা শর্তে এলাকার শ’শ’ উপকার ভোগী নারী ও পুরুষরা বলেছেন চেয়ারম্যান বেবী শীত, বর্ষা ও করোনা কালীন সময়ে যে কোন কেউ সাহায্যের জন্য তার কাছে গিয়েছেন তাকে সাহায্য সহযোগিতা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টার ত্রুটি কখনো দেখিনা ।

এ ব্যাপারে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, আমরা দায়িত্ব বোধ থেকে চন্দ্রঘোনা ইউনিয়নের প্রতিটি এলাকায় করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি মানাতে প্রচারাভিযানসহ খাদ্য সহায়তা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কারো কিছুর প্রয়োজন হলে ওই চাহিদা পুরনে আমি সথেষ্ট থেকে মানব সেবা মুলক ধারাবাহিকতায় মানবতার চাহিদার কথা বিবেচনা করেই আমি মানবিক হওয়ার চেষ্টা করে যাচ্ছি । শেয়ার www.amarbangla.tv