বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সিসিইউতে ভর্তি করায় আজ রাত ১০ঃ৩০ ঘটিকার সময় হযরত শাহ আমানত ( রহঃ) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, জেলাবিএনপি’র সাবেক প্রশক্ষিণ বিষয়ক নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের আহবায়ক এডঃ তৌহিদুল আলম মাসুদ, আমান উল্লাহ বাবু সহ নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা আবদুল করিম।