নিহত অটোরিকশা চালক মোহাম্মদ সুমন
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই। (রাঙ্গামাটি): রাঙামাটিতে কাপ্তাই টু বান্দরবান সড়কের ফেরিঘাট এলাকায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় মোহাম্মদ সুমন নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন ফুলতলি এলাকায়। মোহাম্মদ নুরুলের পুত্র বলে জানা গেছে।
রাইখালী ইউনিয়ন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এনামুল জানান, বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭টা এর দুর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অটোরিকশা চালক মোহাম্মদ সুমন তার গাড়ি নিয়ে ফেরিতে উঠার সময় পিছন থেকে চাঁদের গাড়ি (চট্রগ্রাম খ৩৮৬) এই অটোরিকশা ধাক্কা দিলে তিনি সামনে অবস্থান রত আর একটি গাড়িকে ধাক্কা দেয় এর পর গুরুতর আহত অবস্থা স্থানীয় তাকে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল নিয়ে যাবার সময় অর্ধেক রাস্তার মধ্যে পৌছলে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা তার মৃতদেহ হাসপাতাল হতে উদ্ধার করে থানা নিয়ে আসেন।চন্দ্রঘোনা থানা ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, পরবর্তীতে মৃতদেহটি সুরতহাল রিপোর্ট সহ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বর্তমানে চাঁদের গাড়ি চালক পলাতক রয়েছে বলে জানা যায়।