ছবিঃ আমার বাংলা টিভি
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশের সশস্ত্র সালাম ও ৩১বার তোপধ্বনিতে শুরু হয় স্বাধীনতার দিবসের প্রথম প্রহর।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পন করেন সিটি মেয়র মো: রেজাউলি করিম চৌধুরী । এরপর বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের মো: ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ছাড়্ওা সাধারন মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ মিনারে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ।
Post Views: 95