আমার বাংলা টিভি ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালখান বাজার ইয়াহিয়া টাওয়ার অফিস কার্যালয়ে সংগঠনের সিনিয়র লিগাল অ্যাডভাইজার ব্যারিস্টার আফরোজা আক্তার এর সভাপতিত্বে ও প্রবাসী টিভির নির্বাহী পরিচালক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শামসুদ্দিন শিশির। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক করেন পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৮ নং কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম।
প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিটি নিউজ বিডি ডট কম এর সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জুবায়ের সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের লিগ্যাল এডভাইজার এডভোকেট এসএম সিরাজদৌল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যান সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি, সাজ্জাদ মাহমুদ চৌধুরী রনি, মোজাম্মেল হোসেন রাজধন, মাওলানা কে এম জিনাত বেলাল, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন আবু ছালেহ, চ্যানেল এইচ ডি চেয়ারম্যান মাসুদ রানা চৌধুরীসহ অন্যরা।
প্রধান অতিথি ও প্রধান বক্তা শতাব্দীর মহানায়ক ও হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করে এ থেকে শিক্ষা গ্রহনের আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান। অনুষ্ঠান শেষে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থৃ ও ও খাবার বিতরণ করা হয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠান শেষে কোরআন খতমও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।