বাঁশখালীর সাবেক মেম্বার আবুল বাশারকে বিভৎসভাবে হত্যা করা হয়

নিহত আবুল বশর তালুকদার। 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবেক সদস্য আবুল বশর তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত একটার দিকে চাপাসরি গ্রামে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এ হত্যাকান্ড ঘটেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, রাতে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল বশরের দুই পা বিচ্ছিন্ন করে ফেলে দুবৃত্তরা। আঘাত করা হয় শরীরের বিভিন্ন স্থানেও। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলে আনা হয়। হাসপাতালে আনার পথেই বশরের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগেই স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে দ্বন্দে জড়ায় বশর। মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হত্যাকান্ড ঘটেছে বলেও দাবী করেন স্বজনরা।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় রাস্তায় মিছিল করছে এবং প্রশাসনের নিকট দ্রুত বিচার দাবি করছে।