ছবিতে : মো. হাশেম খান ও পরিবার।
আমার বাংলা টিভি ডেস্ক : নগরের আগ্রাবাদে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. হাশেম খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা।
তিনি বলেন, আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র্যালি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন। নিহত হাসেম হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়। এ ঘটনায় ২৪ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা এলাকায় সাইকেল র্যালি বের করে। র্যালি থেকে এক রিক্সাচালককে মারধরের পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে সাইকেল র্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের কর্মচারী হাশেম খান মারা যান।