চট্টগ্রাম মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যান্ড দলের দুই যন্ত্র শিল্পী নিহত হয়েছে

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একটি ব্যান্ড দলের দুই যন্ত্র শিল্পী নিহত হয়েছে। আজ শনিবার (১৩ মার্চ) ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকার লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দুই জনই একটি ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। এ ছয়জনের মধ্যে লুৎফর ও বিউটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম মুখি মাইক্রোবাস এবং ঢাকামুখি একটি লরি মীরসরাই সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রো’র সামনে ইউটার্নে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঢাকা থেকে আসা যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পার্থ প্রতীম নামে একজন নিহত হন। আহত ৩জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় হানিফ আহমেদ।

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। লরি এবং মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। লরিটি পুলিশ আটক করেছে। তবে লরির চালক কাউকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের বলেন, ঢাকা থেকে কক্সবাজারে একটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড বাজাতেন। হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। আহত হয়েছেন সংগীতশিল্পী বিউটিও।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।