কাপ্তাই শিলছড়িস্থ সীতা মন্দিরে শিবচতুর্দশী সার্বজনীন মহুর্তী ধর্মসভা উদযাপনের নেতৃবৃন্দরা।
আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাইঃ রাঙ্গামাটি কাপ্তাই সনাতন ধর্মালম্বীদের যথাযথ ভাব গাম্ভীর্য ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কাপ্তাই শিলছড়িস্হ সীতা মন্দিরে আনুষ্ঠানিক শিব চতুর্দশী স্নান, ধর্মীয় পুজা ও গীতা পুজা, যজ্ঞ পুজা, অনুষ্ঠানে হাজারো পুর্নাথী সনাতন ধর্মালম্বীদের সমাগম ঘটে।
এ ব্যাপারে শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরের শ্রী জোতির্ময় ভৃষ্যচারী মহারদ্বু কাপ্তাই সহ দেশের এবং বিশ্বের সকল মানব কল্যানের দিকে এগিয়ে আসার জন্য আশীর্বাদ করেন।
এসময় মন্দির কমিটির সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশসহ অন্যান্ন গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়ন আ”লীগ সাধারণ সম্পাদক অমল দে, কাপ্তাই উপজেলা আ’লীগ নেতা ধনা রংচংগ্যা, সমাজ সেবক আশীষ চৌধুরী, শিলছড়ি ইউপি মেম্বার মাহাবুব আলম, মেম্বার থোয়াইজ, সুভাষ দাশ প্রমুখ।