বায়েজিদ থানা ছাত্রলীগের আনন্দ মিছিল

আমার বাংলা টিভি ডেস্কঃ বায়েজিদ থানা ছাত্রলীগের উদ্যোগে নবগঠিত বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল আজ ১৯ ফেব্রয়ারি (শুক্রবার) বিকালে নগরীর অক্সিজেন মোড়ে অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক ফরহাদুল আলম। মিছিলটি কুলগাঁও কলেজ হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অক্সিজেন মোড়ের বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে এসে শেষ হয়।

এসময় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের আহবায়ক ফরহাদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক আবু সাইদ চৌধুরী সেতু।

সমাবেশ ছাত্রলীগের আহবায়ক ফরহাদুল আলম বলেন, রাজপথে পরিক্ষিত ছাত্রনেতাদের বাদ দিয়ে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কিছু অছাত্র ও রাজনীতি না করা কিশোর গ্যাংদের নিয়ে যে কমিটি দিয়েছে, চট্টলার ছাত্র সমাজ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সমাবেশে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।