চট্টগ্রাম মহানগর তাতীদলের সাথে মতবিনিময় সভায় ডা: শাহাদাত হোসেন।
আমার বাংলা টিভি ডেস্কঃ চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চসিক নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগের নেতারা দিশেহারা হয়ে গেছে। তারা বুঝে গেছেন, সুষ্ঠুু নির্বাচন হলে পাঁচ শতাংশ মানুষের সমর্থনও পাবেন না। সেজন্য বিএনপির ত্যাগী ও পরীক্ষীত নেতাদের টার্গেট করে হয়রানির নীলনকশা এঁকেছেন। বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে এবং গ্রেফতার করছে।
নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিতরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে আসছে। এছাড়া ভয়-ভীতি, হুমকি-ধমকি এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। তাই চসিক নির্বাচন নিয়ে মানুষের মাঝে এখনও শঙ্কা আছে আদৌ তারা ভোটকেন্দ্রে যেতে পারবেন কি-না। বিগত নির্বাচনগুলোতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার প্রতীক্ষায় আছেন ভোটাররা। তিনি তাতীদল নেতৃবৃন্দকে ২৭ জানুয়ারী ভোট কেন্দ্রে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।
তিনি আজ শুক্রবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর তাতীদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, গণসংযোগে জন¯্রােত প্রমান করে চট্টগ্রাম মহনগরীতে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে অলিগলিতে যেখানে ধানের শীষের গণসংযোগ হচ্ছে সাধারণ মানুষ স্বত:স্ফুর্তভাবে সাড়া দিচ্ছে। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছে। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা মানুষের ভোটাধিকার হরনের জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তিনি এসব ষড়যন্ত্রকে উপেক্ষা করে তাতীদল নেতৃবৃন্দকে ভোটকেন্দ্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
চট্টগ্রাম মহানগর তাতীদলের আহবায়ক মোঃ মনিরুজজামান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনিরুজজামান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর তাতীদলের সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম রানা, নগর তাতীদলের যুগ্ন আহবায়ক আবুল কাশেম, জাহেদ আনছারী, এস এম নাজিম উদ্দিন, আবদুল মান্নান, জসিম উদ্দিন, নেছার আহাং, রমজান আলী মুরাদ, মিল্লাত হোসেন, শাখাওয়াত হোসেন পিয়া, একরাম হোসেন, শাহ আলম, আনোয়ার জাহাঙ্গীর, হাসান তিতাস, আবদুল হক স্বপন, মো: মহিউদ্দীন, এস এম জামাল উদ্দীন, সোহাগ হোসেন রিদয়, শাহাদাত হোসেন, এস এম জামাল, মো: আইয়ুব, ইলিয়াছ খান, হারুনূর রশিদ হারুন, সাদ্দাম হোসেন, সেলিম হাফেজ প্রমুখ।