এশিয়ান স্পেশালাইজড হসপিটালে মা ও শিশুদের জন্য এন.আই.সি. ইউ

মা ও শিশুদের জন্য এন.আই.সি. ইউ ওয়ার্ড়ের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বী।

আমার বাংলা টিভি ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মা ও শিশুর প্রতি বিশেষ যত্ন নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বী।

আজ সকালে চট্টগ্রাম ও আর নিজাম রোডে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মা ও শিশুদের জন্য বিষেশািয়িত হাসপাতাল নিউনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট – এন.আই.সি. ইউ ওয়ার্ড়ের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বী, উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন হসপিটালের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ, এ সময় আরো উপস্তিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী সহ চিকিতসক,  নার্স  ও সাংবাদিক সহ অন্যন্যরা।

এ সময় বক্তারা বলেন চিকিৎসা ক্ষেত্রে মা ও শিশুদের জন্য এই এন, আই, সি, ইউ- চট্টগ্রামের মানুষের কাছে এক উজ্জল দৃস্টান্ত স্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।