ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে কোতোয়ালি থানা বিএনপির গণসংযোগ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে
কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে গণসংযোগ করা হয়েছে।
আজ বুধবার (১৩ জানুয়ারী) বিকালে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের নেতৃত্বে নগরীর কোতোয়ালি মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে ফিরিঙ্গী বাজার, আলকরন গলি, জিপিও মোড়, নিউ মার্কেট মোড় হয়ে পুরাতন রেল ষ্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ এলাকায় সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফূর্তভাবে তাদের সাথে গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচার পত্র বিলি করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, কোতোয়ালি থানা বিএনপির সিঃ সহ সভাপতি আমিনুল ইসলাম মিয়া, সহ সভাপতি রফিকুল ইসলাম সালাম, এনায়েতুর রহমান, মোঃ নেজাম, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন, আলকরন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়া, থানা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম, মোঃ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ফিরোজ, সহ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মীর্জা, মোঃ জালাল উদ্দিন, এম এ হাশেম, প্রচার সম্পাদক মোঃ রিয়াদ বিএনপিনেতা মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, আবু বক্কর, ইমরান হোসেন জেকসন, ওয়াসিম, দিদারুল আলম, সাইফুল ইসলাম দিপু, রমজান আলী মুরাদ প্রমূখ।