আমার বাংলা টিভি ডেস্ক।রিপন মারমা।।কাপ্তাই( রাঙ্গামাটি): রাঙ্গামাটি জেলা কাপ্তাইয়ে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ ৮টি মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। কাপ্তাই প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যাবহার আইন ২০১০ এ’র সংশ্রিষ্ট ধারা অনুযায়ী ৪টি এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ’র সংশ্রিষ্ট ধারা অনুযায়ী ৪টি সহ মোট ৮টি মামলায় ৪৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাইয়ে নতুন বাজারে নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায়, অধিক মূল্যে পণ্য বিক্রি করা এবং পণ্যের প্যাকেটে দাম, ওজন, পরিমাণ উল্লেখ না থাকা ইত্যাদি অপরাধে মামলা করেন।
তিনি আরোও বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রসঙ্গে নতুন বাজার আমরা সবসময় নজরদারির মধ্যে রেখেছি। নতুন বাজার সচেতন মহল নিয়ন্ত্রণে থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে। তারপরও অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর চট্রগ্রাম রেঞ্জের সহকারি পরিচালক ওমর ফারুক তালুকদার, কাপ্তাই থানা পুলিশ বাহিনীর প্রমুখ।