কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমাঃ কাপ্তাই (রাঙ্গামাটি) কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১০জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় কাপ্তাই উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা সহ এক মিনিট নিরাবতা পালন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, আব্দুল লতিফ, ইউসুফ তালুকদার, এনামুল হক, চিরঞ্জীব, অমল দে, সুজন তংচংগ্যা ধনা, তানভীর আহমেদ, আক্তার হোসেন মিলন, নুর উদ্দিন সুমন, এ আর লিমন, মোস্তাক আহমদ, সুধীর দাশ, প্রমুখ।