বানিজ্য মন্ত্রী ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে কাপ্তাইয়ে বিএনপি’র ঘন্টা ব্যাপী মানব বন্ধন পালন করেছে।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমাকাপ্তাই (রাঙামাটি)থেকেঃ দেশ ব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বানিজ্য মন্ত্রীর পদত্যাগ সহ পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের দুইজনের পদত্যাগের দাবীতে কাপ্তাই উপজেলা বি,এন,পি, অঙ্গ অসহযোগী সংগঠনের নেতা কর্মীরা শীল ছড়িস্হ কাপ্তাই- চট্টগ্রাম প্রধান সড়কে বৃহস্পতিবার (৭জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার সময় হতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন পালন করেছে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আল- মামুন, যুগ্ম সম্পাদক আবু বক্কর, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ইউছুপ,সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা যুবদল সভাপতি জাহেদুল ইসলাম, কাপ্তাই উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা ছাত্র দল আহবায়ক সেকান্দর আলী রাসেল, রাইখালী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি
শের আলী খান, রাইখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মায়ারাম, কাপ্তাই উপজেলা কৃষক দল সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০ টাকা কেজি পেঁয়াজ আজ ৮০ টাকা। আর ৮০ টাকার ভোজ্য তেল ১২০ টাকা হয়েছে। সকল দ্রব্যের মূল্যেই আজ চরম উর্ধ্বগতি। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এ অবস্থায় বর্তমান সরকার ও বাণিজ্য মন্ত্রীর আর ক্ষমতায় থাকার অধিকার নাই। আমরা এই অগণতান্ত্রিক ও অবৈধ সরকারের বাণিজ্য মন্ত্রী ও প্রধা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগের আবারো দাবি জানান।