চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

ইউএটিসি ছাত্রলীগ সভাপতি ও মহানগর ছাত্রলীগ নেতা মো রাকিবুল হুদার উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।

আমার বাংলা টিভি ডেস্কঃ শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মূলনীতি’ এই স্লোগান নিয়ে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার ইউএটিসি ছাত্রলীগ সভাপতি ও মহানগর ছাত্রলীগ নেতা মো রাকিবুল হুদার উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।শিক্ষাসামগ্রী বিতরনী শেষে এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

উক্ত শিক্ষাসামগ্রী বিতরন ও আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাসামগ্রী বিতরনী শেষে এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।