কেক কাটার মধ্যে দিয়ে যাত্রা শুরু করছে চট্টগ্রাম ওয়াসার মোড়ে অক্সিফিট জীম।
আমার বাংলা টিভি ডেস্কঃ বর্তমান তরুণ সমাজে মাদক একটা ভয়ঙ্কর রূপ। এর থেকে পরিত্রাণ এর জন্য প্রয়োজন সঠিক নিয়মানুবর্তীতা। তরুণ সমাজকে মাদক এর ভয়ঙ্কর কবল থেকে পরিত্রাণ এর জন্য খেলাধুলার পাশাপাশি শারীরিক কসরত করা প্রয়োজন।
আর এই শারীরিক কসরত কিংবা ব্যায়াম এর আধুনিক সংস্করণ হচ্ছে জীম। জীম এর মাধ্যমে তরুণ সমাজকে একটি সুন্দর ও সুস্থ জীবন যাপন করা শিক্ষা দেয়।
চট্টগ্রাম এর ওয়াসার মোড়ে অক্সিফিট জীম উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্য প্রধান এই কথা বলেন, বাংলাদেশ পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন।
এই সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জীম সত্ত্বাধিকারী খোরশেদ আলম, ও নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, যুবলীগ নেতা কফিল উদ্দিন কফিল, যুবলীগ নেতা টুটুল দাশ।