সুবিধাবঞ্চিত মানুষের মাঝে “পউস” এর কম্বল বিতরণ

শীতের উষ্ণ পরশ কম্বল (লেপ) বিতরণ করেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস)। 

আমার বাংলা টিভি ডেস্ক/ মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতের উষ্ণ পরশকম্বল (লেপ) বিতরণ করেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস)।

শুক্রবার (১ জানুয়ারি ২০২১) থেকে তাদের এই শীতের উষ্ণ পরশ (লেপ) বিতরণ কার্যক্রমে এখন পযর্ন্ত তারা ৬০ টি সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় বিতরণ কাজে ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, কাজি নাজমুল, ফারহান মাশউক সৌমিক, রবিউল ইসলাম শুভ, রাকিব হাসান, ডাঃ আবু রায়হান রাজিন, রানা সরকার, মোঃ সাকিব, সাহারিয়ার সৈকত, মীর গোলাম সাকলায়েন, আব্দুল্লাহ আল রাজি তন্ময়, ইমার খান, মোসাদ্দেক আল মাহমুদ, মুবাশ্বির প্রমূখ।