গ্রাম বাংলার খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (চট্টগ্রাম ) : হাটহাজারী থানার অন্তগত ১ নং দক্ষিণ পাহাতলীর আওয়াতাধীন বড়দিঘীর পাড়স্থ দামুয়া পুকুর খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার বিকালে দামুয়া পুকুর খেলার মাঠে সর্বস্তরে এলাকাবাসীর ব্যানারে এ মানব বন্ধনের আয়োজন করে। এলাবাসীর সূত্রে জানা যায়, ১২ নং চিকনদন্ডীর ইউনিয়নের পরিচালনায় দীর্ঘ ৫০ বছর ধরে বড়দিঘীর পাড় খেলোয়াড সমিতি, আরন্য ক্লাব ও একতা সংঘ সুস্থ মানসিকতা বিকাশে সুন্দর জীবন গঠনের লক্ষে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে আসছে। এ মাঠে প্রতিদিন বিভিন্ন খেলায় প্রাণচঞ্চল থাকে শিশু কিশোর ও যুবকরা।
স্থানীয় বাসিন্ধা মুক্তিযোদ্ধা ছৈয়দ হক জানান, আমি কিশোর কাল থেকে দেখে আসছি এ মাঠে খেলাধুলা চলে আসছে । শুধু তায় নয় এ মাঠে খেলাধুলা করে তৈরি হয়েছে জাতীয় দলের ফুটবল খেলোয়াড় মোহাম্মদ জাহেদ, পারভেজসহ আরো অনেক খেলোয়াড়। মাঠে পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়।
সেসময় জানা যায়, এলাকাবাসীর অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি এ মাঠ দখল নিতে মরিয়া হয়ে উঠছে । তারা খেলার মাঠ দখল করে বাণিজ্যক প্রতিষ্ঠান গড়ে তোলার পায়তারা করছে। মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার জন্য মাঠ উম্মুক্ত রাখতে হবে। কোন অবস্থাথাতে মাঠ দখলবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। মাঠ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, নূরুল আলম কোম্পানি, সাংবাদিক গাজী ফিরোজ শিবলি, নশর শাহ জামে মসজিদের সভাপতি আবু তাহের, সমাজ সেবক আবদুল্লাহ, মো: নাছের, ৪ নং ওয়ার্ড ইউপি মেম্বার মোহাম্মদ আজিম সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নৃতবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।