ফতেয়াবাদ আবাসিক এলাকায় অবৈধ গার্মেন্টস কতৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমাঃ চট্টগ্রাম
হাটহাজারী ফতেয়াবাদ চৌধুরী হাটে আবাসিক এলাকায় পরিবেশের অধিদপ্তরের নিয়মনীতি তোয়াক্কা না করে ঘরে উঠেছে পার্ক কোয়ালিটি ফ্যাশান নামে গার্মেন্টস।সংশ্রিষ্ট সূত্রে জানা যায় অত্র এলাকার একশ গজের মধ্যে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ গার্মেন্টস গড়ে উঠে। যা এলাকার পরিবেশ ও শান্তি শৃঙ্খলার বিগ্ন ঘটে। তার প্রতিবাদে এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করলে গার্মেন্টস কতৃপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন।
এলাকার ১২ নং চিকনডন্ডী চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু আমার বাংলা টিভিকে জানান, এলাকায় পরিবেশ বিনিষ্ট করে গার্মেন্টস তৈরি করা অবৈধ। তাদেরকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিবেশ বান্ধব নিদিষ্ট জায়গায় গার্মেন্টস তৈরি করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ বক্তরা জানান এক সপ্তাহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে গার্মেন্টস কতৃপক্ষের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, হাটহাজারী থানা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, যুবলীগ নেতা মাহমুদজ্জামান সোহেল, শাহনূর চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. বিজয় সরকার, ইউপি সদস্য লিটন দাশ ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নাথু রাম ধর, ইউনিয়ন আওয়ামীল নেতা পুলক সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।