কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে এবং ইন্জিন বোটসহ আটক।

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলা মদ সহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের থেকে তিন হাজার (৩০০০) লিটার বাংলা মদ জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন (১) সাইমন মারমা পিতা: মেমং মারমা ও আনুপ্রু মারমা পিতা: মৃত হ্লাঞপ্রু মারমা। তারা উভয় রাইখালী ইউপি ডলুছড়ি এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন আমার বাংলা টিভিকে বলেন, সোমবার (১৪ ডিসেম্বর) রাত গোপন সংবাদ পেয়ে জানতে পারি এলাকা থেকে বিশাল মদের চালান ইন্জিন বোট দিয়ে পাচার করা হচ্ছে। সংবাদ গুলো নিশ্চিত করে আমি এবং সঙ্গীয় ফোর্স সহ ঐ এলাকার অবস্থান করি। তারপরে রাত পৌনে ৯টায় (১) নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন মিশন থানা ঘাট সংলগ্ন কর্ণ ফুলী নদীতে ইন্জিন চালিত বোট দিয়ে চালান করা সময় হাতে নাতে ধরা পরে তিন হাজার (৩০০০) লিটার বাংলা মদ।

তিনি আরোও বলেন, প্রতিটি বস্তায় মদ ছিল ত্রিশ(৩০) লিটার করে ১০০ টি প্লাস্টিকে বস্তায় মজুদ ছিল। যার আনুমানিক মূল্য নয় লক্ষ (৯০০০০০) টাকা সেসময় ইন্জিন চালিত বোটে অবস্থান থাকা দুইজনকে আটক করে এবং চারজন পালিয়ে যায়। কাপ্তাই উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বস্তরে দায়িত্ব পালন করেছি মাত্র। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে এবং তাদের রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রঘোনা থানায় সিএনজি চালক মদসহ আটক।

আরোও এদিকে গতকাল রাত পৌনে ১১ টায় সময় চন্দ্রঘোনা থানা এসআই মোহাম্মদ কাউসার হোসেন এর নেতৃত্বের অভিযানে রাইখালী খন্তাকাটা নামক স্থানে চট্রগ্রাম থ-১৪-০০৩৩ নম্বরে সিএনজি সহ আটক করা হয়। সেসময় তল্লাশি করে পাওয়া যায় ষ্টিলে ভক্স ভর্তি সাদা পুলথিনে মোড়ানো ২৩ টি প্যাকেট যার মূল্য ছয় হাজার নয় শত(৬৯০০) টাকা।

চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল বাহার চৌধুরী আমার বাংলা টিভিকে জানান, আটককৃত আসামী নাম সিএনজি চালক মুহাম্মদ মোবিনুল ইসলাস(৩০) আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে ।