বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কাপ্তাইয়ে সরকারী কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটি কাপ্তাইয়ের “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ” এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ায় নির্মনাধীন জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সারা দেশের ন্যায় পার্বত্য কাপ্তাই উপজেলা সদরেও সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রতবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, কর্নফুলী সরকারি কলেজ অধ্যাক্ষ এ এসআই এম বেলাল চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ তায়েব,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মারপুদুল হক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ হারুন, দিলিপ কুমার প্রমুখ। এছাড়াও কাপ্তাই উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান ।