রাঙ্গামাটি জেলা পরিষদে কাপ্তাই থেকে দুইজন সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দিপ্তি ময় তালুকদার।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): কাপ্তাই থেকে : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিয়োগে এবার কাপ্তাই উপজেলার দুইজন কৃতি সন্তান ও অভিজ্ঞ রাজনীতিবিদ সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ-উল্লাস করতে দেখা গেছে সরকার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে।
উল্লেখ্য পার্বত্য জেলা পরিষদ আইনের সর্বশেষ সংশোধনী মোতাবেক ২০১৫ সালের ২৫ মার্চ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্বের চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা ৫ থেকে ১৫-তে উন্নীত করে তিন পার্বত্য জেলা পরিষদ পুর্ণগঠন করে সরকার। এরপর দীর্ঘ ৫ বছর ৮ মাস ১৫ দিন পর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব কাজল কান্তি ভৌমিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদ পুর্ণগঠন কথা জানানো হয়। তারই মধ্যে রাঙামাটি জেলা পরিষদ পুর্ণগঠন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উদীয়মান আ’লীগ নেতা অংসুইপ্রু চৌধুরী।
আর অপর ১৪ জন সদস্যের মধ্যে অন্যতম দুইজন সদস্য রয়েছেন কাপ্তাই উপজেলার। এদের একজন সেই ৯০দশকের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, অপর উপজেলা আ’লীগ এর সহ-সভাপতি দিপ্তি ময় তালুকদার।
এই দুইজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক পুর্ণগঠিত জেলা পরিষদে নিজের অবস্থান নিশ্চিত করে জনসাধারনের উপকার ও কাপ্তাই উপজেলার উন্নয়নে রেকর্ড সৃষ্টি করবেন বলে এখানকা মানুষ আশাবাদী। ১০ ডিসেম্বর পর্যন্ত বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির খবরে উপজেলা সর্বত্র আনন্দের বন্যা বইছে। সন্ধ্যার পর দুই সদস্যের বাড়িতে দলে দলে দলীয় নেতা-কর্মীরা নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।
এ সময় নির্বাচিতরা এই সফলতার জন্য আ’লীগ নেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের অভিভাবক দীপংকর তালুকদারের প্রতি কৃতজ্ঞতা জানান।