কাপ্তাই উপজেলা বিজয় দিবস পালন নিয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সীমিত নানা আকারে প্রস্তুতি নেওয়া হযেছে । করোনা ভাইরাস প্রাদুর্ভাব কারণে এই বছরে স্বাস্থ্য বিধি মেনে কাপ্তাই উপজেলা বিজয় দিবস পালন করা প্রস্তুতি নিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের দিন কাল ১৬ ডিসেম্বর। অফুরন্ত আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে সরকার। দিবসটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও থাকছে নানা আয়োজন করা হয় প্রতি বছরে কিন্তু এই বছরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সীমিত আকারে অনুষ্ঠান কর্মসূচি পালন করা হবে।
বিজয় দিবস সরকারি ছুটির দিন। রাঙ্গামাটি এবং কাপ্তাই সদরে বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। সংবাদপত্রগুলো বিশেষ করে পেপার পত্রিকা , বেতার ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার হবে সীমিত বিশেষ অনুষ্ঠানমালা।
বিশেষ এ দিবসটি ঘিরে কাপ্তাই প্রশাসন দিনব্যাপী সীমিত কর্মসূচি নিয়েছে। সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান সভাপতিত্বে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, কাপ্তাই থানা ওসি মোহাম্মদ নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানা ওসি তদন্ত মোহাম্মদ হুমায়ুন কবির, সরকারি- বেসরকারি কর্মকর্তা গণ এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সহযোগী নেতারা উপস্থিত ছিলেন,বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের ক্ষণে কাপ্তাই উপজেলা
কার্যালয়ে, ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল জাতীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে দলের পক্ষ থেকে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর্মসূচি পালন করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, সকাল বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে বিজয় দিবসকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে কাপ্তাই – চন্দ্রঘোনা থানা পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা।