আটক কৃত ব্যক্তি বিপ্লব বড়ুয়া-(৩৭), ৪৩ লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করেছে র্যাব-৭
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা কাপ্তাই ( রাঙামাটি) : রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলার রাইখালী ইউনিয়ন মাঝিপাড়া এলাকায় র্যাব- ৭ হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল ৪ ডিসেম্বর শুক্রবার গোপন সংবাদ ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে সাতটা দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৩ লিটার দেশীয় তৈরি চৌলাই মদসহ এক মাদক পাচার কারীকে আটক করছে।
আটক কৃত ব্যক্তির নাম হলো বিপ্লব বড়ুয়া-(৩৭) (পিতাঃ দিলীপ বড়ুয়া, গ্রামঃ মাঝিপাড়া, ডাক: রাইখালী বাজার, থানাঃ চন্দ্রঘোনা, উপজেলাঃ কাপ্তাই, জেলাঃ রাঙ্গামাটি)। উদ্ধারকৃত মদ সহ আটক ব্যক্তিকে ৮ টা সময় চন্দ্রঘোনা থানার পুলিশের নিকট সোপর্দ করে।
এবং র্যাব- ৭’ র পক্ষে এস,আই মোঃ সামসুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী আমার বাংলা টিভির প্রতিনিধিকে নিশ্চিত করে এবং জানান রাত সোয়া ৯টা সময় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং -১, তারিখ ৪/১২/২০২০ ইং।শনিবার(৫ ডিসেম্বর) আসামি কে রাঙামাটি জেলা জজ আদালতে প্রেরণ করা হবে।