কাপ্তাই কারিগড় পাড়া প্রদান সড়কে সিএনজি দূর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু আহত ২

কাপ্তাই কারিগড় পাড়া প্রদান সড়কে সিএনজি দূর্ঘটনা এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু আহত ২

 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই) : কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া পেয়ারা বাগান নামক বাঙ্গাল হালিয়া-রাইখালী প্রধান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই রাবানা চাকমা (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় আরোও দু’জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। নিহত কলেজছাত্রী বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে সাড়ে বার টায় দিকে রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা রাজস্থলী উপজেলার গণমাধ্যম কর্মী সাউচিংকে জানান, তার ভাতিজি রাবানা রাজস্থলী কলেজ থেকে এইচ এস সি পাস করেছে। মৃতের পরিবার বিলাইছড়ি এলাকায় থাকে। সার্টিফিকেট তুলতে বাঙ্গাল হালিয়া এলাকার উদ্দেশে দুপুরে রওনা করে সে। তবে সার্টিফিকেট নেয়ার আগেই সব স্বপ্ন শেষ করে আমাদের থেকে চিরবিদায় জানিয়েছে সে।

এদিকে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাইখালীর কারিগরপাড়া ও বাঙ্গালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজি তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে রাবানা চাকমা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দু’যাত্রীদের পুলিশ উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলে হাসপাতালের কর্মরত ডাক্তার জানিয়েছে। আহতরা ইউনিয়নের ভালুকিয়া এলাকার পিতা ও পুত্র বলে জানা যায়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।