সেনাবাহিনী আয়োজিত মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন

 

সেনাবাহিনী আয়োজিত মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন আজ চট্টগ্রাম সেনানিবাসে পৌছেছে।

আমার বাংলা টিভি ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেনাবাহিনী আয়োজিত মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন আজ চট্টগ্রাম সেনানিবাসে পৌছেছে। সাইক্লিষ্ট দল তেঁতুলিয়া হতে ৮০৪ কিলোমিটার অতিক্রম করে চট্টগ্রামে পৌঁছায় তাদের সংবর্ধনা দেয়া হয় সেনানিবাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪ পদাতিক ডিবিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কামান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান ফুলেল তোড়া দিয়ে সাইক্লিষ্টদের স্বাগত জানান।

চট্টগ্রাম এরিয়া কামান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান ফুলেল তোড়া দিয়ে সাইক্লিষ্টদের স্বাগত জানান।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
৮ নভেম্বর তেঁতুলিয়া হতে ১০৩ জন সাইক্লিষ্ট যাত্রা শুরু করে । ৩ ডিসেম্বর টেকনাফে সাইক্লিং এক্সপেডিশন শেষ হবে।