আওয়ামী লীগ গত ১২ বছরে শত শত গোল্ডেন মুনির, সম্রাট, জি কে শামীমদের জন্ম দিয়েছে ডা.শাহাদাত

১৫ নং বাকমনিরাম ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএন‌পির সভাপ‌তি ও চ‌সিক নির্বাচ‌নে বিএন‌পি ম‌নোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত‌ হো‌সেন বলেছেন, আওয়ামী লীগ গত ১২ বছরে শত শত গোল্ডেন মুনির, সম্রাট,পাপিয়া, সাহেদ, জি কে শামীমদের জন্ম দিয়েছে। বর্তমানে দেশের দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে সরকারদলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মী হলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া যায়।

করোনাকালীন দুঃসময়েও আওয়ামী লীগের চেয়ারম্যান,মেম্বারদের বাসায় খাটের নিচে তেলের খনি, মাটির নিচ চালের খনি আবিষ্কার হয়। স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতে জনগণের বাজেট আওয়ামী মন্ত্রী, এম.পিরা লুটপাট করে সাবাড় করে দিচ্ছে। জাতীয় সংসদ এখন ইয়াবা,স্বর্ণ ব্যবসায়ী, মানব পাচারকারীর, আবাসস্থলে পরিণত হয়েছে।

তি‌নি আজ বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) বিকা‌লে দলীয় কার্যালয় না‌ছিমন ভব‌নে বাগম‌নিরাম ওয়া‌র্ড বিএন‌পি আ‌য়ো‌জিত ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত‌ হো‌সেন আরো বলেন, সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুঃশাসন, দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার। আওয়ামী লীগের প্রতি দেশের মানুষ এখন বিরক্ত। দুঃশাসনের দৌরাত্ম ভয়ঙ্কর রূপ নিয়েছে। জনগ‌নের বিরু‌দ্ধে দলীয় সন্ত্রাস ও প্রশাসন‌কে ব্যবহার ক‌রে ক্ষমতকে দীর্ঘা‌য়িত কর‌ার হা‌তিয়ার বা‌নি‌য়ে‌ছে। তা‌দের সা‌থে জনগ‌নের কোন সম্পর্ক নেই।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও গণতন্ত্রপ্রিয়। ব্রিটিশ ও পাকিস্তানের কর্তৃত্ব তারা মানে নাই। আওয়া‌মি লীগ গা‌যের জো‌রে ক্ষমতায় টি‌কে থাক‌তে পুলিশ দিয়ে জনগণকে দমিয়ে রাখার যে চেষ্টা কর‌ছে। রা‌ষ্ট্রের প্রশাসন, বিচার‌ বিভাগ, দুদুক, নির্বাচন ক‌মিশন সহ সব‌কিছুকে বিএন‌পি দম‌নের হা‌তিয়ার ‌হিসা‌বে ব্যবহার কর‌ছে। সরকার দে‌শের সবগুলোকে প্র‌তিষ্ঠান‌কে ধ্বংস করে ফেলেছে ।

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, কোনো প্রতিষ্ঠানই আজ কাজ করছে না। দমন নি‌পিড়ন ক‌রে গনতন্ত্রকা‌মি মানুষ‌কে বে‌শি‌দিন দ‌া‌বি‌য়ে রাখ‌তে পারবেনা। দে‌শের মানুষ সময় মত সরকা‌রের সকল অপক‌র্মের বিরু‌দ্ধে এবং ভোটা‌ধিকার, গণতন্ত্র পুনঃপ্র‌তিষ্ঠার জন্য জে‌গে উঠ‌বে।

প্রবীণ বিএনপি নেতা আবুল খায়ের মেম্বারের সভাপতিত্বে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল ফয়েজের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সহ-সম্পাদক শাহ আলম, সম্পাদক ডা.সারোয়ার আলম, শহিদুল ইসলাম, শফিক আহমেদ, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সম্পাদিকা জেলি চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য রাশেদ চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, শফিকুল ইসলাম খোকন, মোহাম্মদ নিজামউদ্দিন, মোঃ বেলায়েত হোসেন, মোহাম্মদ ইসহাক, মনির হোসেন মদন, মোঃ আমির, মোঃ নাসির, মোঃ সেকেন্দার, মোঃ ইলিয়াস, মোঃ জামাল, মোঃ আজাদ মিয়া, মোঃ মুসা, শাহজাহান মিন্টু, ফজর আলী, মোঃ শফিক, মো: জাহাঙ্গীর, নগর মহিলা দল নেত্রী রেজিয়া বেগম বুলু, নগর ছাত্রদল নেতা জসিম উদ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, শওকত আকবর রিপন, যুবদল নেতা আনোয়ার হোসেন আনু , মোহাম্মদ ইদ্রিস, থানা যুবদল নেতা সরোয়ার উদ্দিন , কুতুবউদ্দিন, মিজানুর রহমান, নুরুল ইসলাম জাবেদ, মোঃ বাবু, ফোরকান, আব্দুল কাদের জিলানী, জাহাঙ্গীর, ওয়ার্ড যুবদল নেতা ইসমাইল সরকার, আবুল হোসেন, ফারুক হোসেন বাবু, রেজাউল করিম প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তাপ্রেরক
মারুফুল হক চৌধুরী মারুফ
একান্ত সচিব
ডা. শাহাদাত হোসেন
সভাপতি-চট্টগ্রাম মহানগর বিএনপি
০১৭৪৩-৯০১৪৮০

ক্যাপশান:১৫ নং বাকমনিরাম ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।