রাঙ্গামাটি কাপ্তাইয়ে চিৎমরম ইউপি এলাকায় বসত বাড়ি আগুনে পুড়ে ছাই।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই) : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা (০৩)নংচিৎমরম ইউপি এলাকাধীন চিংলং পাড়া টিনের বাঁশের বেড়া নির্মিত বাড়ি রান্না ঘরের আগুন পুড়ে ছাই হয়েছে বলে জানা যায়। এতে এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার(০৬ নভেম্বর)সকালে কাপ্তাই উপজেলা (০৩)নং চিৎমরম চিংলুং পাড়া এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ঘরের মালিক হচ্ছে অসমং মারমা (৪০) পিতাঃচাইসুইখ্যং মারমা
স্থানীয় জানান, সকালে বাড়িতে রান্নার করা শেষে হঠাৎ রান্নার চুলার আগুন থেকে অগ্নিকান্ড ঘটনা ঘটে। অগ্নিকান্ডে র ঘটনায় টিন ও বাঁশের বেড়া দ্বারা নির্মিত একটি ঘর নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ০৬ মন ধান আসবা পত্র বিভিন্ন কাজে সরঞ্জাম পুড়ে যায়।
অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি তবে আনুমানিক এক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন।