রাঙ্গামাটি কাপ্তাইয়ে জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেপ্তার

উষাপ্রু মারমা ও মংথোয়াই মারমা

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই): রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গাল হালিয়া গ্রামের আসামী (০১) উষাপ্রু মারমা (৬২) পিতাঃ মৃত নিহ্লাঅং মারমা (০২) মংথোয়াই মারমা (৩৮) পিতাঃ উষাপ্রু মারমা সাং- খ‌্যাংদং পাড়া, আসামীদেরকে জি আর মামলা গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

মঙ্গলবার সকাল দিকে গোপন সংবাদ ভিক্তিতে চন্দ্রঘোনা থানা ইনচার্জ মোঃ ইকবাল বাহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাঙ্গাল হালিয়া খ‌্যাংদং পাড়া থেকে উষাপ্রু মারমা এবং মংথোয়াই মারমাকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধের জি আর মামলা -১১০/১৭ ওয়ারেন্ট ভুক্ত পরোয়ানা জারি ছিল । তারা দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদে চন্দ্রঘোনা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি আমার বাংলা টিভিকে, নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা ইনচার্জ ইকবাল বাহার। আজ মঙ্গলবার আসামীদেরকে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।