রাঙ্গামাটি কাপ্তাই পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট‌্যাবলেটসহ আসামী আটক

 

রাঙ্গামাটি কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে গোলাপি রঙের ইয়াবা নামীয় অ‌্যামফিটামিন যুক্ত ট‌্যাবলেটসহ আসামী মোঃ শাহিন আলম (২৮) আটক।

 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (কাপ্তাই)রাঙ্গামাটি: রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিশেষ পুলিশের অভিযানে গোলাপি রঙের ইয়াবা নামীয় অ‌্যামফিটামিন যুক্ত ট‌্যাবলেটসহ আসামীকে আটক করেছে পুলিশ ।

গত(০৫ নভেম্বর) রাতের আঁধারে কাপ্তাই থানার আওতাধীন কাপ্তাই পুলিশ ফাঁড়ীর একটি টহল দল অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা (০৪)নং কাপ্তাই ইউপি এলাকাধীন নতুন বাজাস্থ কম্পিউটার সলিউশন দোকান ও আরাফাত এন্টারপ্রাইজ মধ‌্যবর্তী সিড়ি ও নরসিংদী টেইলার্স দক্ষিন পাশে অভিযান চালিয়ে মোঃ শাহিন আলম (২৮) পিতাঃ শাহজাহান গ্রামঃ ঢাকাইয়া কলোনী পশ্চিম পাড়া, ব‌্যাক্তিকে আটক করে কাপ্তাই থানা পুলিশ।

সে সময় তাঁর প‌্যান্টের পকেট থেকে তল্লাশি করে ০৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট‌্যাবলেট সহ ব‌্যাক্তিকে আটক করা হয়।

কাপ্তাই থানা ইনচার্জ নাসির উদ্দিন বলেন, মূলত ইয়াবা ব‌্যাবসায়ীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস‌্যদের বিভ্রান্ত করতে লাল রঙের পরিবর্তে এসব গোলাপি রঙের এবং সাদা ট‌্যাবলেট ইয়াবা আমদানি করা হয়। এছারা, বর্তমানে গোলাপি রঙের ইয়াবা বিক্রি কষ্ট সাধ‌্য হওয়া নতুন এ পন্থা বেছে নিয়ে মাদক ব‌্যাবসায়ীরা। এই চক্রের অন‌্যান‌্য সদস‌্যদের গ্রেফতারে প্রচেষ্টা অব‌্যাহত আছে বলেও জানান।