আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে পবিত্র জশনে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে তৃতীয় বারের মত আজিমুশশান নুরাণী সুন্নী সম্মেলন শুরু কাল।
হাটহাজারী উপজেলা ১নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট গুল মোহাম্মদ তালুকদার পাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ উদ্যোগে আগামীকাল মাহমুদাবাদ আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকালে আজিমুশশান নুরাণী সুন্নী সম্মেলন বিকালে শুরু হবে।
আজিমুশশান নুরাণী সুন্নী সম্মেলন সভাপতিত্বে করবেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানা উপদেষ্টা ও লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র আলিম মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা আরবী প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী।
এতে আর ও বক্তব্য রাখবেন আশকানে আউলিয়া কাযিল ডিগ্রি মাদরাসা প্রভাষক মুহাম্মদ ইউছুফ আলকাদরী, আহমদিয়া রহমানিয়া আলতাফিয়া মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ হোসাইনি, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা মো: আবু তালেব,হাফেজ মাওলানা মুহাম্মদ সিকান্দর, হাফেজ মুহাম্মদ নোমান, মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন ,হাফেজ মাওলানা নুর মুহাম্মদ, হাফেজ মুহাম্মদ আকরাম।
এর আগে তৃতীয় বারের তম আজিমুশশান নুরাণী সুন্নী সম্মেলন উদ্বোধক উপস্হিত থাকবেন নন্দীরহাট গুল মোহাম্মদ তালুকদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ ।