রাঙ্গামাটি নানিয়ারচর সেনা টহলে ওপর হামলা, আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থা তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হয়েছে।
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা (রাঙ্গামাটি) : রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা বাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসীর হামলা এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ওপর পাল্টা হামলা চালায় সেনা বাহিনী এতে হামলা কারীদের দুইজন নিহত হয়।
মঙ্গলবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির।
পুলিশ সূত্রের জানা যায় আহত সেনা সদস্য শাহাবুদ্দিন গুলিবিদ্ধ অবস্থা তাকে প্রথমে রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হয়েছে
নিহত দুইজন পাহাড়ে ইউপিডিএফ এর কর্মী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেসময় ঘটনাস্থল থেকে একটি একে -২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। রাঙ্গামাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্রের জানিয়েছেন, মঙ্গলবার ৫টায় দিকে নানিয়ারচর উপজেলা সাবেক্ষ্যং ইউনিয়ন রইফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যান রাঙ্গামাটি সদর জোনের ২০ বীরে সেনা সদস্যরা। এসময় পাশে আরেকটি অবস্থানে ওৎঁ পেটে থাকা সত্রাসীরা সেনা টহলে ওপর গুলিবর্ষন করে। তাদের হামলা সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন।
এসময় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষন করলে হামলাকারিদের মধ্যে দুইজন নিহত হয়।
রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির সাংবাদিকদের জানিয়েছেন, সেনা বাহিনী একটি টহল দলের ওপর সশস্ত্র হামলা ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং অপর দু্ই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত দুইজন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সর্মথিত বলে জানা গেলেও বিষয়টি এখন নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় কমিটির যুব ফোরামের সভাপতি অগ্য মারমা জানিয়েছেন, এইরকম কোনও খবর আমাদের জানা নেই। তবে পাহাড়ে কোনও ঘটনা ঘটলেই আমাদের জরিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বক্তব্য দেওয়া হয়। এটিও সেইরকম একটি ঘটনা হতে পারে।