চট্টগ্রাম আবাহনীর পরিচিতি আজ দেশ ছাপিয়ে বিদেশেও আ.জ.ম নাছির উদ্দিন

চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আ.জ.ম নাছির উদ্দিন।

আমার বাংলা টিভি ডেস্কঃ ১৯৮০ সালে চট্টগ্রাম আবাহনী প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম তথা দেশের ক্রীড়াঙ্গণের প্রসারে চট্টগ্রাম আবাহনী ব্যাপক অবদান রেখে চলেছে। চৌকশ কর্মকর্তাদের সাংগঠনিক দক্ষতার কারণে মাঠে খেলার সফলতার পাশাপাশি সাংগঠনিক দক্ষতায়ও বর্তমানে চট্টগ্রাম আবাহনী ক্রীড়াঙ্গণে একটি আলাদা জায়গা দখল করতে সক্ষম হয়েছে। সকল কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক গোষ্ঠী নেতৃবৃন্দ, সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টায় আবাহনী আজ দেশ ছাপিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গণের কিংবদন্তি পুরুষ শহীদ শেখ কামালের হাত ধরে আবাহনী গঠনের পর থেকেই আমি এলাম, দেখলাম এবং জয় করলাম ¯েøাগানটা একমাত্র আবাহনীর বেলায় শতভাগ প্রযোজ্য। খেলাধুলার ময়দানে আবাহনীর জনপ্রিয়তা ও ইর্ষনীয় সাফল্যের সেই রেষ ধরেই ১৯৮০ সালে চট্টগ্রাম আবাহনী গঠিত হয়েছিলো। সঠিক নেতৃত্ব ও সমর্থকদের ভালোবাসায় আবাহনী আরো অনেক দূর এগিয়ে যাবে।

চট্টগ্রাম আবাহনীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।

অদ্য ১০ অক্টোবর বেলা ৪ ঘটিকায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আবাহনীর সাবেক-বর্তমান কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কেক কাটা, আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আবাহনীর সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ জমির উদ্দিন বুলু, চট্টগ্রাম আবাহনীর পরিচালক ও আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনীর সাবেক ফুটবল অধিনায়ক দেবাষিশ বড়ুয়া দেবু, সাবেক আবাহনী কর্মকর্তা সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, আবাহনী সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি কামাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন নোয়াব, সাবেক সভাপতি শাহনেওয়াজ খালেদ, কেন্দ্রীয় সদস্য মাঈনুদ্দিন হাসান বাহাদুর, চট্টগ্রাম মহানগর আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ফুটবল কোচ আবুল কাশেম, আলহাজ্ব ইদ্রিছ বাবুল, আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, মোসলেহ উদ্দিন মোসলেম, গোলাম মোস্তফা আজাদ, রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, আলী ওসমান রাজু, জাহাঙ্গীর হোসেন, স্বপন মজুমদার, হারুণ অর রশীদ, সোহেল আহমেদ, আব্দুল হাই, আমিনুর রহমান প্রমূখ।

এর আগে আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামাল, আবাহনীর মৃত্যুবরণকারী সকল কর্মকর্তা, খেলোয়াড়, সমর্থকদের স্মৃতিতে সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। শেষ দিকে বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক গোষ্ঠী নেতৃবৃন্দ স্মৃতিচারণ করেন।