বায়েজিদ থানা বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে আবুল ফয়েজ

বায়েজিদ থানা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন এস এম আবুল ফয়েজ

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি এস এম আবুল ফয়েজ বলেছেন, ভােটার বিহীন নির্বাচনের মাধ্যমে নির্লজ্জ ভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে। বিএনপি নেতাকর্মীদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণােদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন সরকারের মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে।

দেশকে বিরােধী দলশুন্য করতে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। বানােয়াট ও সাজানাে মামলায় বায়েজিদ থানা বিএনপি’র সভাপতি আবদুল্লাহ আল হারুন সহ ৩০ জন নেতা কর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে। এসব বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ । amarbangla.tv

তিনি অবিলম্বে আবদুল্লাহ আল হারুনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান । amarbangla.tv

তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন সহ গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবীতে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বায়েজিদ থানা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাধারন সম্পাদক জি এম আইয়ুব খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

বায়েজিদ থানা বিএনপির সাধারন সম্পাদক আবদুল কাদের জসিমের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক নুরুন্নবী মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী মোঃ ইলিয়াছ, ২ নং জালালাবাদ ওয়ার্ড় বিএনপির সভাপতি মোঃ বেলাল, বায়েজিদ থানা বিএনপির সহ সভাপতি মগবুল আহমেদ, মোঃ ইসমাইল, জালালাবাদ ওয়ার্ড় বিএনপির সিঃ সহ সভাপতি এস এম মহসিন, মোঃ মাঈনুদ্দীন, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোঃ ইসমাইল, মোঃ জাবেদ ওমর, মোঃ ওয়াহিদুল ইসলাম, মোঃ সালাউদ্দীন, আইয়ুব আলী, মোঃ সাহেদ, এম আর খান ফারুক, মোঃ রুবেল, মোঃ হারুন, আনোয়ার হোসেন, আবদুল আলীম, মোঃ জসিম উদ্দীন, তানজিম হোসেন, এমদাদ হোসেন, মোঃ আমিন, মোঃ হান্নান, মোঃ সোহেল, মোঃ আবদুর রহিম, মোঃ রবিউল, মোঃ সুলতান, মোঃ রাফি, মোঃ সাইফুল, মোঃ পারভেজ প্রমূখ । amarbngla.tv শেয়ার করুন ।