দেশীয় চৌলাই মদ সহ আটক বাস চালক বাচ্চু
আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটি (কাপ্তাই) : রাঙ্গামাটি কাপ্তাই থেকে এস আলম পরিবহন যোগে ঢাকায় দেশীয় চৌলাই মদ পাচারের সময় বাস চালক শ্রী দিলিপ কৃষ্ণ কুন্ডু প্রকাশ বাচ্চুকে (৫০) আটক করেছে ওয়াগ্গা ছড়া জোন ৪১ বিজিবি।
এস আলম পরিবহনের চালক বাচ্চু চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুরের মৃত অনিল কুন্ডুর ছেলে বলে জানায় পুলিশ।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর ইসলাম জানান, শ্রী দিলিপ কৃষ্ণ কুন্ডু প্রকাশ বাচ্চু (৫০) নামে এক ব্যাক্তিকে অভিযান চালিয়ে রবিবার (১৩ই সেপ্টেম্বর) সকালে দেশীয় তৈরি চৌলাই মদ পাচারের সময় হাতে নাতে আটক করে কাপ্তাই ওয়াগ্গা ছড়া ৪১ বিজিবির হাবিলদার মোঃ আব্দুল জব্বার বাদী হয়ে কাপ্তাই থানা বাচ্চুর বিরুদ্ধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪(ক) ধারায় মামলা দায়ের করেন।
সোমবার তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে।