আত্মকর্মসংস্হানের সৃষ্টির মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ঘটাতে হবে রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার

দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করছেন রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার।

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি) : খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, একজন মহিলা স্বাবলম্বী হলে তাঁর পরিবার এমনকি সমাজ স্বাবলম্বী হয়।

তিনি আরো বলেন, আত্মকর্মসংস্হান সৃষ্টির মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। একটি মেশিন থেকে আয় বৃদ্ধি করে আরোও মেশিন ক্রয় করে নিজেদের সংসারকে আরোও পরিপূর্ণ করতে হবে।

তিনি সোমবার(১৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুঃস্হ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বের কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালননায় এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৯ জন দুঃস্হ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। amarbngla.tv শেয়ার করুন।