শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু মাউন্টেন বাইক চ‌্যালেঞ্জ

আবারো শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু Tour de ছট মাউন্টেন বাইক চ‌্যালেঞ্জ। 

 

আমার বাংলা টিভি ডেস্ক/ রিপন মারমা রাঙ্গামাটি ( কাপ্তাই ) : জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকিতে এই মহান নেতার প্রতির শ্রদ্ধা জ্ঞাপন এবং বাংলাদেশের বিদ‌্যামান পর্যটন শিল্পের উন্নয়নে ও মাউন্টেন বেইজড আ‌্যাডভেঞ্চার ক্রীরা কার্যক্রমে স্বঃত স্ফুর্ত অংশগ্রহনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ‌্যে পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত‌্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড ,বাংলাদেশ আ‌্যডভেঞ্চার ফাউডেশন এবং বাংলাদেশ আ‌্যডভেঞ্চার ক্লাব সম্মিলিত ভাবে আয়োজন করতে যাচ্ছে “বঙ্গবন্ধু মাউন্টেন বাইক চ‌্যালেঞ্জ-২০২০”।

প্রতিযোগিরা সাজেক থেকে থানচি পর্যন্ত তিনদিন ব‌্যাপী মাউন্টেন বাইক প্রতিযোগিতায় ২৮ থেকে ৩০ ডিসেম্বরে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

পুরুষ ও মহিলা প্রতিযোগীর সংখ‌্যা হবে ১০০ জন।প্রতিযোগিদের বয়স সীমা হতে হবে ১৬-৩৫ বছর এবং আবশ‌্যই মেডিকেল ফিটনেস ও করোনা নেগেটিভ সনদ থাকতে হবে।