মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ জিয়াউর রহমান: মাহবুবের রহমান শামীম

জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাহবুবের রহমান শামীম। 

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান অবস্থা থেকে স্থিতিশীলতা সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামোতে স্থাপন করেছেন জিয়াউর রহমান।

শুধুমাত্র দেশপ্রেম ও জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করতে উন্নয়নের রাজপথে চলমান করিয়ে দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারীও শহীদ জিয়াউর রহমান। বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ড ও সর্বক্ষেত্রে দুর্ণীতি দুঃশাসনের কারণে জনবিচ্ছিন্ন হয়ে জিয়াউর রহমানকে জড়িয়ে নিয়মিত মিথ্যাচার করে জনগণেরে দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়।জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজির দেউরীস্থ নাছিমন ভবন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ বিরাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত রেখেছে। তাকে বিপর্যস্ত-বিপন্ন করতে সরকার নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র তারেক রহামানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানই হবেন দেশ ও জনতার আগামীর রাষ্ট্রনায়ক।

প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সিনহা হত্যাকা- ও করোনা দুর্যোগ আমাদের দেখিয়ে দিল বিচার বহির্ভূত হত্যাকা-, দুর্নীতি, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকা-ে সরকার কিভাবে জড়িত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। অন্ধকারে নিমজ্জিত পুরো জাতি।

দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে জাতীয়তাবাদী মহিলা দলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে গিয়ে মহিলা দলের নেতাকর্মীদের আওয়ামী দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মা-বোনকে সজাগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষ এখন নিরাপ্তাহীনতায় ভুগছে। সারাদেশে আওয়ামীলীগ নেতারা দুর্নীতি, খুন ও ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। গণবাহিনীর ন্যায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা সন্ত্রাসরূপে আর্বিভুত হয়েছে। তাদের প্রতিহত করতে হবে, মানুষের জান মাল রক্ষায় জনগণকে প্রতিরোধের মিছিলে আনতে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

এই সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সাহেদা খানম মালা, সিনিয়র যুগ্ম সম্পাদক সকিনা বেগম, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি, সাহেরা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, দপ্তর সম্পাদক নাছরিন বাপ্পি, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সহ প্রচার সম্পাদিকা রোকসানা বেগম মাধু, সমাজ কল্যান সম্পাদক ফারহানা জসিম, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সায়েমা হক, সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর তাসলিমা আহমেদ লিমা, নগর মহিলা দলের সহ সম্পাদক তাসলিমা আহামেদ, পারভীন চৌধুরী, ফাতেমা আক্তার কাজল, ঝুমা আক্তার রুমা, কামরুন নাহার, নাছরিন আক্তার, জুলি আক্তার, পারভীন আক্তার, মনোয়ারা মনি, সামছুন নাহার, ইসরাত চৌধুরী, রানী বেগম, ফাতেমা বেগম, সাহেদা আক্তার প্রমূখ। amarbangla.tv শেয়ার করুন।