রাঙ্গুনিয়ায় দাওয়াতে যাবার পথে মর্মাত্মিক সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় দাওয়াতে যাবার পথে মর্মাত্মিক সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু হয়।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাওয়াত খেতে যাবার পথে মর্মাত্মিক এক সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই নিহত হওয়া ওই যুবকের নাম সুজন দাশ (৪০) । এই দূর্ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাতপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার ৬ পোমরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার (তাপ বিদ্যুৎতের পূর্ব পাশে) মর্মাত্মিক এই ঘটনা ঘটে। নিহত যুবক হলেন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মোক্তার বাড়ির মৃত সঞ্জিব দাশের পুত্র।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে কাপ্তাই থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক বিপরীত থেকে আসা মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে যায়। এতে দুই জন আহত হয়। কিন্তু মোটর সাইকেল চালক সুজন দাশের মাথা ট্রাকের চাকার তলে পড়ে গেলে তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেন। মাথায় থাকা হেলমেট ভেঙে চুরমার হয়ে যায়। ট্রাক চালক চাপা দিয়েই গাড়ি না থামিয়ে পালিয়ে গেছে।

ঘটনাস্থলে থাকা নিহতের স্বজন বাবলু বলেন, আজ আমাদের বাসায় ধর্মীয় অমর পক্ষ নামের একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে আসছিলেন ওরা। পথিমধ্যে এই ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো সুজন দাশ।

তিনি আরও বলেন, সুজন দাশের লোহাগাড়ায় নিজ বাড়ি হলেও থাকেন চট্টগ্রাম নগরীতে। একটি স্টীল রি-রোলিং মিলসে চাকরি করে। আহতরা হলেন, রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের বিশু চৌধুরী ও তার ছেলে অর্জুন চৌধুরী। তাদের হাতে ও পায়ে জখম হয়েছে।

এই প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন। নিহতকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বালুবাহী ট্রাক চালক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলছেন স্থানীয়রা।